ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেক চত্বরে মধ্যরাতে মারামারি করলো কারা?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
ঢামেক চত্বরে মধ্যরাতে মারামারি করলো কারা?

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে চত্বরে দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটে। পুলিশ মারামারির তথ্য নিশ্চিত করেছে।

তারা জানান, বাইরের লোকজনরা এসে এ মারামারি বাঁধায়। তবে সেখানে হাসপাতালের কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা ছিল না।

বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে জরুরি বিভাগের চত্বরে এই মারামারির ঘটনা ঘটে। চিৎকার-চেঁচামেচিসহ দুই পক্ষের মারামারির ঘটনায় হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

হাসপাতালের জরুরি বিভাগ থেকে একাধিক সূত্র বলছে, যারা মারামারি করেছেন তারা সম্ভবত সবাই বাইরের লোক। তবে সংঘর্ষকারীরা আইসিইউর সিন্ডিকেট বলে জানা গেছে।  

সূত্র আরও দাবি করে, এই গ্রুপগুলোর সদস্যরা রাতে হাসপাতালে অবস্থান করেন। হাসপাতাল থেকে যে কোনোভাবে রোগী ভাগিয়ে অন্য কোনো হাসপাতালের আইসিইউতে নিয়ে ভর্তি করিয়ে দেয় চক্রটি। টাকার বিনিময়ে তারা এই কাজগুলো করে থাকে।

হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার সেলিম জানান, জরুরি বিভাগ চত্বরে ছয়/সাত জনের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটেছে। আমাদের আনসার সদস্যরা তাদের তাড়িয়ে দিয়েছে। তবে তাদের কাউকে শনাক্ত করা যায়নি। সম্ভবত তারা হাসপাতালে বাইরের লোক।

হাসপাতালের পুলিশ ক্যাম্প ইন্সপেক্টর মো. ফারুক জানান, হাসপাতাল চত্বরে একটি মারামারিা সংবাদে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। তারা সকলেই পালিয়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, মারামারি যারা করেছেন তারা সবাই বাইরের লোক, হাসপাতালের কেউ না। তবে কীসের জন্য মারামারি হয়েছে বিষয়টি পুলিশের জানা নেই।

জানা যায়, রাত সোয়া একটার দিকে একটি পক্ষ আবারো হাসপাতাল চত্বরে লাঠিসোঁটা নিয়ে মহড়া দেয়। কিছুক্ষণ অবস্থান করে একপর্যায়ে তারা চলে যায়।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।