ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশনের হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, মে ১১, ২০২৫
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশনের হুঁশিয়ারি

বরিশাল: বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ৭২ ঘণ্টা পেরোলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ করা হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

তারা সংবাদ সম্মেলন করে বিভিন্ন দাবি জানিয়েছেন।

রোববার (১১ মে) বরিশাল নার্সিং কলেজের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা সোমবারের মধ্যে দাবি মানা না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীরা বলেন, গত ৩০ এপ্রিল থেকে সরকারি ৩২টি নার্সিং কলেজ এবং বেসরকারি ১৫৪টি নার্সিং কলেজের শিক্ষার্থীরা  ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ চার দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন। এর অংশ হিসেবে বরিশাল নার্সিং কলেজেও আন্দোলন চলছিল। ৬ মে কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ার পাশাপাশি মারধরের শিকার হন শিক্ষার্থীরা।  

সংবাদ সম্মেলনে জানানো হয়, যতক্ষণ পর্যন্ত না দাবি মানা হবে, পাশাপাশি মারধরের ঘটনার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। পাশাপাশি তারা হামলায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনার দাবি জানান। তাদের বিচারের আওতায় আনা না হলে শিক্ষার্থীরা আমরণ অনশনে যাবেন।

সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীদের উপস্থিতিতে একাডেমিক ভবনের সামনে হামলায় জড়িত শিক্ষকদের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া রাতে কলেজ ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হবে বলেও জানান শিক্ষার্থীরা। পাশাপাশি ১২ মে আন্তর্জাতিক নার্সেস ডে পালন থেকে বিরত থাকার কথাও জানানো হয়।

এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্বাস্থ্য এর সর্বশেষ