ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের ৬ দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৮, মে ২১, ২০২৫
বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশনের ৬ দাবি

ঢাকা: ডেন্টাল সার্জনের জন্য নির্ধারিত পদে এমবিবিএস ডাক্তারের পদায়ন বন্ধসহ ছয় দফা দাবি করেছে বিসিএস ডেন্টাল ক্যাডার অ্যাসোসিয়েশন।  

বুধবার (২১ মে) রাজধানীর বিজয়নগরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি করা হয়।


 
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ডা. মো. আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. কে এম আব্দুল্লাহ আল হারুন।  

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক, সংগঠনের উপদেষ্টা  সহকারী অধ্যাপক ডা. হায়দার আলী খানসহ আইন বিষয়ক সম্পাদক  ডা. তাশরিফ আহমেদ, ডা. নাবিলা।

সংবাদ সম্মেলন থেকে বলা হয়, স্বাস্থ্য প্রতিটি মানুষের একটি মৌলিক অধিকার। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের একটি অন্যতম অঙ্গীকার। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয়, এ স্বাস্থ্যসেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ-মুখ ও দাঁতের চিকিৎসাসেবা এবং এর সঙ্গে জড়িত ডেন্টাল সার্জনরা দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ও বৈষম্যের শিকার হয়ে আসছেন।

বক্তারা আরও বলেন, ফলে আজও একটি উপজেলার প্রায় ৪-৫ লাখ মানুষের মুখ ও দাঁতের চিকিৎসাসেবা দানের জন্য আছেন মাত্র একজন সরকারি ডেন্টাল সার্জন। এমনকি জেলা সদর হাসপাতালেও একই অবস্থা। প্রারম্ভিক পদের স্বল্পতা এবং বিসিএস ডেন্টাল ক্যাডারে অন্যান্য ক্যাডারের মতো নিয়মিত পদোন্নতির অভাবে এন্ট্রি লেভেলের পদগুলো ফাঁকা থাকছে না, যার ফলে প্রতিটি বিসিএস-এ ‘ডেন্টাল সার্জন’ পদের জন্য নিয়মিত সার্কুলার হয় না।

সম্মেলনে বক্তারা বলেন, একদিকে যেমন দেশের প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী মানসম্পন্ন মুখ ও দাঁতের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে প্রতিবছর সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ থেকে পাস করা ৮ শতাধিক মেধাবী ডেন্টাল সার্জন বেকারত্বের হতাশায় নিমজ্জিত হচ্ছেন।  

সংবাদ সম্মেলন থেকে ৬ দফা দাবি  তুলে ধরা হয় - 

১. প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  অন্তত ৫টি  এবং জেলা সদর হাসপাতালে অন্তত ৮টি ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করে প্রারম্ভিক পদের সংখ্যা বাড়াতে হবে।

২. আসন্ন  ৪৮তম বিশেষ বিসিএসসহ সকল বিসিএসে ‘ডেন্টাল সার্জন’ পদ অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

৩. বিসিএস ডেন্টাল ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে চলমান সব বৈষম্য দূর করে অন্যান্য ক্যাডারের মতো তাদের প্রাপ্য নিয়মিত পদোন্নতি নিশ্চিত করতে হবে।

৪. ডেন্টাল সার্জনের জন্য নির্ধারিত পদে এমবিবিএস ডাক্তারের পদায়ন বন্ধ করতে হবে।

৫. রাজশাহী, চট্টগ্রামসহ সকল ডেন্টাল ইউনিটগুলোকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তর করে দাঁত ও মুখের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় আনতে হবে।

৬. সর্বোপরি, মুখ ও দাঁতের চিকিৎসার জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দের মাধ্যমে জনগণের জন্য পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে ‘সবার জন্য স্বাস্থ্য’ এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।  

আরকেআর/এসএএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।