ঢাকা: বাংলাদেশে স্বাস্থ্যসেবার কসমিক এন্টারপ্রাইজ ও কোরিয়ান মেডিকেল টেস্ট ডিভাইস প্রস্তুতকারী প্রতিষ্ঠান বডিটেক মেড ইনকর্পোরেটেড এর মধ্যে এক চুক্তি সই হয়েছে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ আগস্ট রাজধানীর গোল্ডেন টিউলিপ- দ্য গ্র্যান্ডমার্ক হোটেলে কসমিক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আবু শাহরিয়ার জাহেদী ও বডিটেক মেড ইনকর্পোরেটেড এর ভাইস প্রেসিডেন্ট পার্ক হি জি এর মধ্যে একটি চুক্তি সই অনুষ্ঠিত হয়।
এ চুক্তি সইয়ের ফলে বাংলাদেশের স্বাস্থ্যসেবার উন্নতিতে দ্রুত ও নির্ভুল মেডিকেল টেস্টের জন্য ব্যবহৃত প্রযুক্তি বডিটেক মেড ইনকর্পোরেটেড এর iCHROMA™ ডায়াগনস্টিক প্রযুক্তি অগ্রণী ভূমিকা পালন করবে। একই সঙ্গে- এ চুক্তি সই কেবল অংশীদারিত্বের মধ্যে সীমাবদ্ধ নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নত স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গেও জড়িত।
উল্লেখ্য, iCHROMA™ ডিভাইসটি কয়েক মিনিটের মধ্যে হৃদরোগ থেকে শুরু করে বিভিন্ন সংক্রমণ রোগ দ্রুত এবং নির্ভুল পরীক্ষার মাধ্যমে ফলাফল দিতে পারবে।
এসএমএকে/আরআইএস