ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

ক্যান্সার চিকিৎসা বঞ্চিত রোগির সংখ্যা ১০ লাখ

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৩
ক্যান্সার চিকিৎসা বঞ্চিত রোগির সংখ্যা ১০ লাখ

ঢাকা: ক্যান্সার সোসাইটির তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে প্রায় ২০ লাখ রেজিস্ট্রার্ড ক্যান্সার রোগি রয়েছে।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘শান্তিময় জীবন সায়হ্নে’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।




বাংলাদেশি বংশোদ্ভূত বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ও ক্যান্সার পেডিয়েট্রিক সার্জন ড. সাইফুল আলম এ আলোচনা সভার আয়োজন করেন।

এতে বক্তব্য রাখেন জাপানের ক্যান্সার বিশেষজ্ঞ ও পেডিয়েট্রিক সার্জন ওয়াকা মাসায়া।

ডা. সাইফুল আলম বলেন, “দেশে ক্যান্সার রোগির সংখ্যা দিন দিন বাড়লেও চিকিৎসা সেবা সব শ্রেণীর মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে না। সুবিধাবঞ্চিত এসব রোগি সেবা না পেয়ে অভাবনীয় কষ্ট করে মৃত্যুবরণ করেন। ”

তিনি বলেন, “এই বিপুল সংখ্যক রোগিকে যদি ‘হসপাইস কেয়ার’ বা সহজলভ্য সেবার আওতায় এনে চিকিৎসা দেওয়া যায় তাহলে ক্যান্সার রোগির সংখ্যা কমবে। জাপানে হসপাইস কেয়ার বেডের সংখ্যা পাঁচ হাজার হলেও বাংলাদেশে মাত্র ২৫টি বেড রয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর জন্য এটা অপ্রতুল। ”

তিনি আরও বলেন, “এ সেবা শুধু শহরকেন্দ্রিক নয়, এটি সর্বজনীনভাবে গড়ে তোলা হবে। ক্যান্সার রোগি কেমো ও রেডিও থেরাপির মাধ্যমে সে খুব দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই সেবার উদ্দেশ্য হলো, এ ধরনের যন্ত্রণাদায়ক চিকিৎসা না করে বিভিন্ন মানসিক শান্তি দিয়ে চিকিৎসা। যার ফলে রোগি যতদিন বাঁচে শান্তিতে বাঁচবে। ”

তিনি আরও বলেন, “ক্যান্সার চিকিৎসা দিতে আগ্রহী বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, রোগি, রোগির স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশীসহ সব পর্যায়ের মানুষ নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলতে চাই। এতে দেশের যে কোনো প্রান্ত পর্যন্ত সেবা দেওয়া হবে। ”

জাপানি পেডিয়েট্রিক বিশেষজ্ঞ ডা. ওয়াকা মায়াসা বলেন, “কেবল দায়িত্ববোধ থেকেই এ চিকিৎসা দিয়ে আসছি। ”

সবাইকে তিনি এ চিকিৎসায় সহায়তা করতে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৩
আরইউ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad