ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চীনে শিশুদের জন্য নতুন প্রতিষেধক আবিষ্কার

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মে ২৯, ২০১৩
চীনে শিশুদের জন্য নতুন প্রতিষেধক আবিষ্কার

ঢাকা: এন্টোভাইরাস ৭১ (enterovirus 71 or EV71) নামের একটি বিশেষ ধরণের প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ থেকে শিশুদের রক্ষা করতে ভ্যাক্সিন আবিষ্কার করেছেন চীনা বিজ্ঞানীরা ।

সাধারণত শিশুদের হাত, পা ও মুখের রোগের  জন্য দায়ী এ ভাইরাস অনেক ক্ষেত্রে প্রাণঘাতীও হতে পারে।



চীনের রাজধানী বেইজিংয়ের ভিগু বায়োলজিক্যাল ল্যাবরেটরিতে এই নতুন ইভি৭১ ভ্যাক্সিনটি  প্রস্তুত করা হয়।

১৯৬৯ সালে প্রথম আবিষ্কৃত হয় ভাইরাসটি। বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় ইতিপূর্বে এ ভাইরাসের প্রকোপে বিশেষ করে শিশুদের মধ্যে হাত, পা ও মুখের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। অনেক সময় মেনিনজাইটিস ও এনসেফালাইটিস রোগেরও কারণ হয়ে দাঁড়ায় এই ভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য মতে কয়েক বছর পরপরই বিশ্বের বিভিন্ন জায়গায় এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। তবে ইদানীং কালে এশিয়ায় এই রোগের প্রকোপের পরিমাণ বেশি।

গবেষক দলের প্রধান  ও জিয়াংসু প্রাদেশিক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের গবেষক ফেং সাই ঝু জানান, ভ্যাক্সিনটি নিরাপদ।   এছাড়া এর পার্শ্ব প্রতিক্রিয়া সমধর্মী অন্যান্য ভ্যাক্সিনের মতই সহনশীল।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, মে ২৯, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।