ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বেসরকারি মেডিকেল: পর্যালোচনা করে সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪
বেসরকারি মেডিকেল: পর্যালোচনা করে সিদ্ধান্ত ছবি: বাংলানিউজ ফাইল ফটো

ঢাকা: প্রাথমিকভাবে অনুমোদন পাওয়া বেসরকারি মেডিকেল কলেজগুলোর বিষয়ে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।



শর্তপূরণ না করায় ১২টি বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, প্রাথমিকভাবে যে মেডিকেল কলেজগুলোর অনুমোদন দেওয়া হয়েছিলো সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। এগুলোতে ত্রুটি-বিচ্যুতি দেখা গেছে। এগুলো শনাক্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি মেডিকেল কলেজগুলোর কোনো সংখ্যা জানান নি।

বেসরকারি মেডিকেলে ভর্তির জন্য ভর্তির ক্ষেত্রে স্কোর সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, স্কোর থাকবে ১২০। কমানো হবে না।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।