ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ওষুধের মূল্য তালিকা করতে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
ওষুধের মূল্য তালিকা করতে হাইকোর্টের রুল

ঢাকা: দেশের বিভিন্ন কোম্পানির তৈরিকৃত ওষুধের মূল্য তালিকা প্রস্তুত করা, নকল ওষুধ প্রস্তুত ও বাজারজাত বন্ধে মনিটরিং সেল গঠন, বিনামূল্যে সরকারি ওষুধের তালিকা দৈনিক পত্রিকায় প্রকাশের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।



এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধের দোকানদার কর্তৃক বিক্রয়যোগ্য ওষুধের তালিকা কেন প্রস্তুত করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আগামী দুই সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বাস্থ্য সচিব, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

অ্যাডভোকেট জে আর খান রবিনের পক্ষে ১৭ ডিসেম্বর রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী শরীফ ইউ আহম্মেদ, মির্জা আল মাহমুদ ও জীবন নেছা মুক্তি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।