ঢাকা: প্রথমবারের মতো প্রদান করা হলো ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০১৪’।
শ্রেষ্ঠ মেডিকেল কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
‘উদ্দীপিত স্বাস্থ্যসেবা’র আওতায় মোট চারটি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়।
সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে এ অ্যাওয়ার্ড প্রদান করেন।
টারসিয়ারি লেভেলে শ্রেষ্ঠ হাসপাতাল হিসেবে স্বীকৃতি পেয়েছে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। রানার্স আপ হয়েছে যৌথভাবে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
সিভিল সার্জন অফিস ক্যাটাগরিতে রানার্স আপ হয়েছে মুন্সীগঞ্জ সিভিল সার্ভিস অফিস।
জেলা হাসপাতাল ক্যাটাগরিতে রানার্স আপ হয়েছে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।
সব মিলিয়ে মোট ৪৯টি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, মোট ৪৯৬টি প্রতিষ্ঠান এ প্রোগ্রামে অংশগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৪