ঢাকা: পুরান ঢাকার হুমায়ুন রোডের ফাতেমা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। নিম্নমানের কারণে মঙ্গলবার রাতে স্বাস্থ্য বিভাগের এক প্রতিনিধি অভিযান চালিয়ে ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেয়।
মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী মঙ্গলবার রাতে বাংলানিউজকে এ তথ্য জানান।
এর আগে দুপুরে সংসদে ভুয়া ডায়াগনস্টিক সেন্টার খুঁজে বের করে সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। মঙ্গলবার থেকেই কয়েকটি দল রাজধানীতে কাজ শুরু করেছে বলেও তিনি জানান।
পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম স্বাস্থ্য খাতে নানা অনিয়মের কথা তুলে ধরেন। এর জবাবে মো. নাসিম বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে ভুঁইফোড় ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। সেবার নামে প্রতিষ্ঠানগুলো নির্যাতন করছে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দল আজকে থেকেই কাজ শুরু করেছে।
বাংলাদেশ সময়: ০১৩৩ ঘন্টা, মার্চ ০৫, ২০১৪