সিলেট: শিশুর মায়ের দুধের কোনো বিকল্প নেই। বুদ্ধি বিকাশের পাশাপাশি শারিরিক গঠন এবং মা ও শিশুর সুস্থাস্থ্যের জন্য বুকের দুধ খাওয়াতে হবে।
রোববার বিকেলে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে বুকের দুধ খাওয়ানো বিষয়ে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
সিলেট জেলা সিভিল সার্জন ডা. আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ডা. মো. নুরে আলম শামীম, সিলেট জেলা স্যানেটারি ইন্সপেক্টর স্বিগ্ধেন্ধু সরকার, মনিটরিং অফিসার সালেহ আহমদ সোহাগ এবং সিনিয়র হেলথ এডুকেটর সুজন বনিক।
বক্তারা বলেন, শিশুর চারমাস বয়স পর্যন্ত বুদ্ধি সেল গঠন হয়। এ সময় মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো বিকল্প খাদ্য মোটেও উপযোগী নয়। এছাড়া বাজারে যেসব বিকল্প শিশু দুগ্ধ পাওয়া যায় তাও শিশুর জন্য উপযুক্ত নয়।
তাই শিশুকে সুস্বাস্ব্যের অধিকারী ও বুদ্ধির গঠন সহায়ক হিসেবে মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান জানান তারা।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪