ঢাকা: ডাক্তারদের জন্য নতুন আইন ও কাউন্সিল করার কথা ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যেখানে সংক্ষুব্ধ রোগী বা ভুক্তভোগীরা ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন।
সোমবার দুপুরে সচিবালয়ে স্বস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম সাংবাদিকদের এ কথা জানান।
কাউন্সিলে ডাক্তারদের পাশাপাশি অন্য পেশার মানুষদের রাখার কথা ভাবা হচ্ছে বলেও জানান স্বাস্থ্য মন্ত্রী।
রাজশাহীর ঘটনা সর্ম্পকে মন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক। ডাক্তাররা অভিযোগ করেত পারতেন। সময় দিতে পারতেন। কিন্তু তা না করে কর্মবিরতীতে গেছেন। এর ফলে রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন।
তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সচেতন থাকার জন্য অনুরোধ জানান।
রাজশাহীতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (১) বিচারক বিশ্বনাথ চন্দ্র মণ্ডল রাজশাহী জেলা স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডলফিন ক্লিনেকের মালিক ডা. শামিউল উদ্দিন আহম্মেদ শিমুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রতিবাদে প্রথমে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, নার্সিং হোম, ডায়াগনস্টিক সেন্টারসমূহ এবং শুক্রবার সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালসহ জেলার সব হাসপাতালে চিকিৎসা প্রদান বন্ধ ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৪