ঢাকা: স্বাস্থ্য বাণিজ্য বন্ধ করে এটিকে মানুষের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।
সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আন্তরিক নয় এমন মন্তব্য করে তারা বলেন, স্বাস্থ্য সেবা মানুষের অধিকার নাকি বাণিজ্য সরকারকে এটি আগে স্পষ্ট করতে হবে।
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘স্বাস্থ্য আন্দোলন’ আয়োজিত ‘জনগণের স্বাস্থ্য সেবার বর্তমান পরিস্থিতি: প্রসঙ্গ বাজেট ও স্বাস্থ্য ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভার বক্তারা এ দাবি করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আইইডিসিআর এর ডির্পাটমেন্ট অব মেডিক্যাল সোস্যাল সাইন্স এর অধ্যক্ষ ডা. এম মুশতাক হোসেন, গণবিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, প্রিভেনটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী, উন্নয়ন ধারা ট্রাস্টের মেম্বার সেক্রেটারি আমিনুর রসুল, ডাব্লিউ বিবি ট্রাস্টের পরিচালক সৈয়দ মাহবুবুল আলম, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা প্রমুখ।
স্বাস্থ্য ব্যবস্থাপনার পরিবর্তন দাবি করে আলোচনা সভার বক্তারা বলেন, শুধু কিছু প্রকল্প বা অবকাঠামো উন্নয়ন করে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যাবে না। স্বাস্থ্য এখন এখন বাণিজ্য হয়ে গেছে। এ বাণিজ্য ঠেকাতে বৈজ্ঞানিক ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এটা করতে ব্যর্থ হলে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবকাঠামো মন্ত্রণালয়ে পরিণত করাই উচিত।
স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর আহ্বান জানিয়ে পেশাজীবী নেতারা বলেন, সংখ্যাগতভাবে স্বাস্থ্য বাজেট বাড়লেও প্রয়োজনীয়তার অনুপাতে বাজেট বাড়ছে না। রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নয়নে পরিকল্পনা মাফিক বরাদ্দ বাড়ানোরও আহ্বান জানান তারা।
স্বাস্থ্য বাণিজ্য বন্ধে বেসরকারি হাসপাতালগুলোর উপর নজরদারি করার পরামর্শ দিয়ে পেশাজীবী নেতারা বলেন, বেসরকারি হাসপাতালগুলোর লাভের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি তাদের নৈতিকতা নিশ্চিত করতে হবে। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের দালাল চক্র নির্মূল করতে হবে। এছাড়া সরকারি ডাক্তারদের বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস বন্ধ করতে হবে।
এ সময় ডাক্তারদেরও লেজুড়বৃত্তি বন্ধ করে জনগণের সেবা পাওয়ার অধিকারের উপর দায়বদ্ধ থাকারও আহ্বান জানান তারা।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৪