ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘হাড় ভাঙা রোগীর ক্যান্সার’ ‍

তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৪
তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

রাজশাহী: রাজশাহী পরমাণু শক্তি কমিশনের বিরুদ্ধে হাড় ভাঙা পঞ্চাশ বছরের বৃদ্ধা রোগী সুফিয়া সুলতানাকে ক্যান্সারের রোগী বানিয়ে দেওয়ার ঘটনা তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়।

এরই মধ্যে ডা. ফয়সাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত দল রাজশাহীতে গিয়ে রোগীর অ্যাটেনডেন্ট, পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট চিকিৎসকদের সাক্ষ্য নিয়েছেন।



স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রশ্নে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাজশাহীর পরিচালক ডা. কবিরুজ্জামান জানান, আগেই তারা এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। সংশ্লিষ্ট চিকিৎসককে শোকজও করা হয়েছে। তবু স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত করছে। তাই তদন্ত কমিটিকে তারা তথ্য দিয়ে সাহায্য করেছেন।

মন্ত্রণালয়ের নির্দেশে খুবই গোপনে বৃহস্পতিবার তদন্ত দল সাক্ষ্য গ্রহণ করেছেন বলে জানান তিনি।

গত দুই মাস আগে নগরের সিপাইপাড়ার মনিরুজ্জামান সাইদের মা সুফিয়া সুলতানা কাঁধে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাজশাহীতে পরীক্ষা করাতে বলেন। ১৪ জুন পরীক্ষা শেষে পরদিন রিপোর্ট দেওয়া হয়। রিপোর্টে বলা হয়, রোগীর ডান দিকের বুকের চার ও ছয় নম্বর রিপ-এ ক্যান্সার ধরা পড়েছে।

বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ক্যান্সারের চিকিৎসা নিতেও পরামর্শ দেওয়া হয় রাজশাহী পরমাণু শক্তি কমিশনের ওই রিপোর্টে। রোগী সুফিয়া সুলতানার পরীক্ষার ওই রিপোর্টে স্বাক্ষর করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাজশাহীর পরিচালক ডা. কবিরুজ্জামান এবং টেকনোলজিস্ট নাজমুল হুদা।

ভুক্তভোগীর ছেলে মনিরুজ্জামান সাঈদ জানান, ক্যান্সারের চিকিৎসার জন্য গত ২৮ জুন তার মাকে নিয়ে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে যান। সেখানকার চিকিৎসকের পরামর্শে আবারও পরীক্ষা করান জাসলক হাসপাতাল ও রিসার্চ সেন্টারে। সেখানকার রিপোর্টে বলা হয়, রোগীর শরীরে কোনো ক্যান্সার নেই। ছয় ও এক নম্বর বোন ভেঙে গেছে।

এভাবে ভুল রিপোর্টের ভিত্তিতে ভুল চিকিৎসা নিয়ে অনেক রোগীর জীবনাবসান ঘটছে বলে দাবি করেন মনিরুজ্জামান।

পরে গত ২৩ জুলাই ‘হাড় ভাঙা রোগীকে ক্যান্সার রোগের প্রতিবেদন!’ শিরোনামে এ সংক্রান্ত প্রতিবেদন বাংলানিউজে প্রকাশ হলে টনক নড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে কমিটির সদস্যরা তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার শেষ করেছে সাক্ষ্য গ্রহণ।  

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।