ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দুবাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪
দুবাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতে ফজলে রাব্বি ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশ কনস্যুলেট ও দুবাই আল বারাহা হাসপাতালের সহযোগিতায় জোবায়দা ও সালিমা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।



ক্যাম্পে আমিরাতের বিভিন্ন বিভাগ থেকে আসা প্রায় ২০০ রোগীকে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।  

সকাল ৮টা ৪৫ মিনিটে শুরু হওয়া মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দুবাই কনস্যাল জেনারেল মাসুদুর রহমান।

এ সময় কনস্যুলেটের কমার্শিয়াল জেনারেল ড. মুহাম্মুদুল হক, কামাল ওসমান জামজুম গ্রুপের আইটি পরিচালক এবং ফজলে রাব্বি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তামিম রিযভন, কনস্যুলেটের লেবার কনসুলার মিজানুর রহমান, আমিরাত গ্লোবাল অ্যালুমিনিয়ামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমদ আল মুল্লা, দুবাই আল বারাহা হাসপাতালের চিকিত্সক ড. মির্জা সায়মা মাহমুদ, দুবাই আল বারাহা হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. আহমেদ ইব্রাহিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে দুবাই আল বারাহা হাসপাতাল থেকে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ৫ জন নার্স বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেন।

বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।