ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

স্তন ক্যান্সার দিবসে এডিনবার্গ কলেজে আলোচনা সভা

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪
স্তন ক্যান্সার দিবসে এডিনবার্গ কলেজে আলোচনা সভা

ঢাকা: স্তন ক্যান্সার দিবস উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের এডিনবার্গ কলেজে বৃহস্পতিবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভার আয়োজক এএইচআরডি ক্যান্সার সাপোর্ট সেনট্রেইনের সঙ্গে সার্বিক সহযোগিতায় থাকছে বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার সাপোর্ট সেন্টারের (বিবিসিএএফ)।



ঢাকা এডিনবার্গ কলেজের ক্যান্সারজয়ী অধ্যক্ষ রোকেয়‍া রুমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও স্তন ক্যান্সারজয়ী সংসদ সদস্য কাজী রোজী।

অনুষ্ঠানে বিবিসিএএফ’র সমন্বয়ক ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের (এনআইসিআরএইচ) ক্যান্সার এপিডেমিওলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন মূল বক্তৃতা করবেন।

আলোচন‍া সভায় আরও অংশ নেবেন উপ-সচিব আফতাব আলী, ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন ডা. মো. জিল্লুর রহমান ও ড‍া. মো. হাসদানুজ্জামান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. আফরোজা খানম ও ডা. মেহেনাজ আফরোজ, সিসিপিআর’র নির্বাহী পরিচালক মোসাররাত জাহান সৌরভ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।