ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ইবোলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
ইবোলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: প্রাণঘাতি ইবোলা ভাইরাস প্রতিরোধে সরকার সর্বোচ্চ সকর্ত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।



স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইবোলা ভাইরাসে সর্বোচ্চ সতর্ক রয়েছে সরকার। এজন্য বিমানবন্দরে বিদেশি ও প্রবাসীদের দেশে ফেরার পর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা জোরদার করা হবে।

তিনি বলেন, এখন যদিও কিছুটা শিথিলতা রয়েছে। তবে আজ (বৃহস্পতিবার) এয়ারপোর্টে আমি নিজে গিয়ে তা তদারকি করবো।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।