ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের চরপাড়া মোড় এলাকার তিন প্রাইভেট হাসপাতালকে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।
তিনি জানান, শহরের চরপাড়া মোড় এলাকার যমুনা প্রাইভেট হাসপাতাল ও শাকিলা নার্সিং হোমে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় তাদের যথাক্রমে ৮০ হাজার টাকা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আর উপশম প্রাইভেট হাসপাতালের লাইসেন্স না থাকার কারণে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় ওই হাসপাতালের আল-আমিন নামের একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময় : ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪