ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ডায়াবেটিস দিবসের পদযাত্রা

‘স্বাস্থ্যসম্মত খাবার শুরু হোক সকালের নাস্তা থেকেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
‘স্বাস্থ্যসম্মত খাবার শুরু হোক সকালের নাস্তা থেকেই’ ছবি : জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এন্ডোক্রাইনোলজি মেডিসিন বিভাগ।

‘স্বাস্থ্যসম্মত খাবার শুরু হোক সকালের নাস্তা থেকেই’ - এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পালিত হচ্ছে এবারের ডায়াবেটিস দিবস।



বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে বটতলা থেকে ৠালি বের হয়ে হাসপাতালের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে সি ব্লকের সামনে গিয়ে শেষ হয়।

ৠালিতে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার,  পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভুঁইয়া, এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো ফরিদ উদ্দিন, অধ্যাপক ডা. এম এ হাসনাত প্রমুখ।

ৠালি শেষে জানানো হয়, ডায়াবেটিস এমন একটি রোগ যার ফলে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা হ্রাস পেয়ে হার্ট অ্যাটাক, কিডনী ফেইলউর (বিপর্যয়), অন্ধ হয়ে যাওয়া, পায়ে পচন, এমনকি পা কেটে ফেলা পর্যন্ত লাগতে পারে।

এসময় আরও জানানো হয়, দেশে আশির দশকে জায়াবেটিস প্রবণতা ছিলো দুই শতাংশ। এখন শুধু ঢাকা শহরেই এটা ১০ শতাংশ। এছাড়া গ্রামাঞ্চলেও এর প্রবণতা ১০ শতাংশ।

খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ৫০ শতাংশ ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব-বলে জানান বিএসএমএমই’র এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো ফরিদ উদ্দিন।   

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।