ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

১০ দফা দাবিতে বগুড়া ছাত্র সংগ্রাম পরিষদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪
১০ দফা দাবিতে বগুড়া ছাত্র সংগ্রাম পরিষদের বিক্ষোভ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: অবিলম্বে ‘বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা’ অনুষদের পরিবর্তে ‘বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড’ গঠন এবং চার বছর মেয়াদী ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি কোর্স’র অন্তর্ভূক্ত করাসহ ১০ দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে শহরের শেরপুর রোডের ঠনঠনিয়ায় ইনস্টিটিউট অব টেকনোলজির (আইএইচটি) সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



আন্দোলনকারীদের পক্ষ থেকে উত্থাপিত ১০ দফা দাবি হলো- ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের তীব্র বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) কর্তৃক প্রদত্ত নীতিমালা অনুযায়ী নতুন নতুন পদ সৃষ্টি করা, স্থগিতকৃত নিয়োগের আইনগত সমস্যা জরুরিভাবে নিষ্পত্তি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, সরকারি চাকুরিতে ডিপ্লোমা টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় শ্রেণির গেজেটে কর্মকর্তার পদমর্যাদা ও বেতন স্কেল প্রদান করা, উচ্চ শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে সকল সরকারি আইএইচটি সমূহে ফার্মেসি ও রেডিও থেরাপিসহ সকল অনুষদের বিএসসি এবং এসএসসি কোর্স চালু, সেবা পরিদপ্তর’র ন্যায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য স্বতন্ত্র পরিদপ্তর গঠন, বিএসসি মেডিকেল টেকনোলজিস্ট/ গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্টদের জন্য হাসপাতাল ও চিকি‍ৎসা শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির পদ সৃষ্টি করা, পদায়ন করা, সকল প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য প্রাইভেট চাকুরির নীতিমালা প্রণয়ন করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ বাধ্যতামূলক করা।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।