ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রাঙামাটিতে যক্ষ্মা নিরূপণ বিষয়ক ওরিয়েন্টশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
রাঙামাটিতে যক্ষ্মা নিরূপণ বিষয়ক ওরিয়েন্টশন

রাঙামাটি: বাংলাদেশে প্রতি বছর ৩০ হাজার শিশু যক্ষ্মা রোগে আক্রান্ত হচ্ছে, যা মোট আক্রান্ত রোগীর শতকরা ১০ ভাগ।

তবে আক্রান্ত শিশুদের যথাসময়ে এই রোগের চিকিৎসার আওতায় আনা গেলে রোগ মুক্তির সম্ভাবনা শতভাগ।

বাংলাদেশে প্রতি বছর ৩ লাখ লোক এই রোগে আক্রান্ত হচ্ছে।  

রোববার সকালে রাঙামাটি শিশু নিকেতনে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে স্কাউট ও গার্লস গাইড সদস্যদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী এক ওরিয়েন্টশন কোর্সে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের সহায়তায় ব্র্যাক এই কোর্সের আয়োজন করে।

জেলা স্কাউসের সম্পাদক মো. মোস্তফা কামাল, রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুশোভন দেওয়ান, ব্র্যাক-এর স্বাস্থ্য সমন্বয়কারী এম.এ জামান এসময় বক্তব্য রাখেন।
 
কোর্সে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে সম্পূর্ণরুপে বিনামূল্যে যক্ষ্মা রোগ নিরূপণ এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ের হাসপাতাল এবং টিবি হাসপাতালের পাশাপাশি ব্র্যাকের ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে রোগ নিরূপণ এবং তাৎক্ষণিকভাবে রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
রাঙামাটি শহরের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫ জন স্কাউট ও গার্লস গাইড সদস্য এবং শিক্ষক-শিক্ষিকা এ কোর্সে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।