ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বেসরকারি হাসপাতালের চার্জ কমানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
বেসরকারি হাসপাতালের চার্জ কমানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: চিকিৎসায় অতিরিক্ত চার্জ কমানোর জন্য বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।



রাজধানীর বিশেষজ্ঞ চিকিৎসকদের উদ্যোগে ‘ঢাকা হেড অ্যান্ড নেক ক্যান্সার কনফারেন্স’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা সেবার চার্জ কমানোর অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্পদশালীরা বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেন।

কিন্তু আপনাদের সাহায্য ছাড়া গরিব অসহায় মানুষেরা কোথায় যাবে? মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে গরিব মানুষ, শিশু ও মুক্তিযোদ্ধাদের সাহায্য করুন।  
 
দেশের সম্পদশালীদের প্রতি তিনি বলেন, আপনারা দেশে ক্যান্সার নিরাময় হাসপাতাল প্রতিষ্ঠা করুন। সরকার আপনাদের সহযোগিতা দেবে।

রাজধানীর কয়েকটি হাসপাতালে ক্যান্সার নিরাময় যন্ত্রপাতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে একটি করে ক্যান্সার ইউনিট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

প্রফেসর ডা. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রাণ গোপাল দত্ত ও প্রফেসর দ্বীন মো. নুরুল হক প্রমুখ।

বাংলাদেশ সম: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।