যশোর: বিজয় দিবস স্মরণে মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি (এমএআইটি) যশোর ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন এমএআইটি যশোরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ চন্দ্র পাল।
এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার নুর ইসলাম ইনস্ট্রাক্টর তরিকুল ইসলাম, সালেহ আহমেদ আলেক, সাদিকুর রহমান, কমল রাহা, একাউন্টস অফিসার নাজমুল হোসেন, কেন্দ্রের পরিচালক গোপাল চন্দ্র প্রমুখ।
ক্যাম্পে কারিগরী সহায়তা করেন যশোর আহাদ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের টেকনিশিয়ানরা। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্ত দান করেন।
এছাড়া এমএআইটি যশোর ক্যাম্পাসের প্রথম ও দ্বিতীয় পর্বের শিক্ষার্থীদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়।
প্রতি বছর এমএআইটি যশোর ক্যাম্পাসে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। ইতোমধ্যে এমএআইটি যশোর ক্যাম্পাস জেলা পর্যায়ে তিনবার শ্রেষ্ঠ রক্তদাতা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪