ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

স্বপ্নের পথে

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
স্বপ্নের পথে বসুন্ধরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজের প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের সঙ্গে বসুন্ধরা গ্রুপের সিনিয়র অ্যাডভাইজার, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপপরিচালক, বসুন্ধরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।

ঢাকা: গাজীপুরের মেয়ে কানিজ ফাতিমা মা-বাবার লালিত স্বপ্ন পূরণে চিকিৎসাবিদ্যায় পড়তে এসেছেন। সরকারি কলেজে মেয়েকে পড়ানোর সুযোগ না পেয়ে হতাশায় ভেঙে পড়েছিলেন তাঁরা।

তবে হাল ছাড়েননি। স্কুলশিক্ষক বাবা আব্দুল করিমের আর্থিক সচ্ছলতার দৌড় বেশি নয়। তাই ব্যয়বহুল কোনো প্রাইভেট মেডিক্যালেও যেতে পারেননি মেয়েকে পড়ানোর জন্য। শেষ পর্যন্ত খবর পান আদ্-দ্বীন মেডিক্যাল কলেজের। ছুটে আসেন এখানে। মিলে যায় সুযোগ। কানিজ এখন স্বপ্নপূরণের পথে পা দিয়েছেন। জানতে চাইলে কানিজের জবাব, 'টাকা অর্জন নয়, মানুষের সেবার ব্রত নিয়েই আমি ডাক্তার হতে চাই। এই কলেজ আমাকে সেই সুযোগ করে দিয়েছে। এখানকার পরিবেশও মানবতার সেবায় নিজেকে গড়ে তোলার উপযোগী। শিক্ষকরা সবাই একই চিন্তাচেতনা দিয়ে আমাদের গড়ে তোলার কাজ শুরু করেছেন। '

চট্টগ্রামের রফিকুল ইসলাম, সাতক্ষীরার আবিদ শাহরিয়ার রুহান, যশোরের আফরোজা রহমান অঙ্কন-সবাই গত কয়েক দিনের ক্লাস সম্পর্কে আত্মতৃপ্তির গল্প শোনান কানিজ ফাতিমার মতোই।

শিক্ষক ডা. দিশা মোর্শেদ ও ডা. ইস্পিকা নাজ যেন বন্ধুর মতো মিলেমিশে চালাতে শুরু করেছেন পড়াশোনার কাজ। দুজন প্রায় একই সুরে বলেন, নতুন ছেলেমেয়েরা নতুন শিক্ষাজীবনে এসে নতুন পরিবেশ পেয়েছে। আমরা তাদের সেবার চেতনায় গড়ে তুলব-এটাই আমাদের প্রত্যাশা। সৌজন্যে: দৈনিক কালের কণ্ঠ।

বাংলাদেশ সময় ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।