ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ওসমানি মেডিকেলে মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
ওসমানি মেডিকেলে মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি

ঢাকা: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টার ব্যবধানে ৩২ জনের মৃত্যুর ঘটনায় কোনো অস্বাভাবিকতা আছে কি-না তা খতিয়ে দেখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হাসপাতাল) মোশাররফ হোসেন এই কমিটির নেতৃত্বে থাকবেন।

কমিটিকে সরেজমিনে পরিদর্শন করে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

বর্তমানে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে সিঙ্গাপুরে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে তিনি হাসপাতালে চিকিৎসায় কোনো অবহেলা চিহ্নিত হলে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।