ঢাকা: সম্প্রতি রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল ও লাইফটেক সাইন্টিফিকের আয়োজনে বিনা অপারেশনে শিশুদের জন্মগত হৃদরোগ চিকিৎসা সংক্রান্ত দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খান।
কর্মশালাটি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে। এসময় বিনা অপারেশনে শিশুদের জন্মগত হৃদরোগ চিকিৎসার দুটি লাইভ কেসও প্রদর্শন করা হয়।
কর্মশালাতে দেশি বিদেশি অভিজ্ঞ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টগণ অংশ নেন। কর্মশালাতে ল্যাবএইড গ্রুপরে ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ এম শামীম এবং ল্যাবএইড গ্রুপের পরিচালক, মার্কেটিং ও হেড অব অপারেশন আল-এমরান চৌধুরীও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫