গাইবান্ধা: বাংলাদেশ এ্যাজমা ফাউন্ডেশন পরিচালিত এ্যাজমা হাসপাতালের ৮ম শাখা গাইবান্ধায় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শহরের ডিবি রোডে শাখাটির উদ্বোধন করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ্যাজমা ফাউন্ডেশনের চেয়ারম্যান একরাম হোসেন।
তিনি বলেন, গাইবান্ধা জেলায় শতকরা ২৭ ভাগ এ্যাজমা রোগী রয়েছে বলে পরিচালিত জরিপে উঠে এসেছে। অথচ তাদের চিকিৎসার জন্য জেলায় বিশেষায়িত কোনো ব্যবস্থা নেই। তাই দু’শত টাকা বাৎসরিক ফি’র বিনিময়ে রেজিস্ট্রেশন করে এ্যাজমা রোগীরা চিকিৎসা নিতে পারবেন।
তবে দরিদ্র রোগীদের জন্য এই ফি একশত টাকা এবং হতদরিদ্ররা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। সপ্তাহের সাতদিন এই হাসপাতাল খোলা থাকবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, এ এলাকার জন্য এমন হাসপাতাল খুবই জরুরি ছিল। দ্রুত এই হাসপাতাল পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আশা প্রকাশ করে তিনি।
গাইবান্ধার জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ্যাজমা ফাউন্ডেশনের চিফ অ্যাডভাইজর ডা. নজরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
এসএইচ