ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নভো নরডিস্কের নতুন ইনসুলিন ‘রাইজোডেগ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
নভো নরডিস্কের নতুন ইনসুলিন ‘রাইজোডেগ’

ঢাকা: ডায়াবেটিক রোগিদের জন্য ডেনমার্ক ভিত্তিক ঔষধ কোম্পানি নভো নরডিস্ক বাংলাদেশের বাজারে নতুন ইনসুলিন নিয়ে আসছে।

রাইজোডেগ নামে আধুনিক এ ইনসুলিন উদ্বোধনের মধ্য দিয়ে আগামী ২৪ এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ রাজন কুমার।



তিনি জানান, এ ইনসুলিন সহজে ও কমসংখ্যক ইনজেকশন গ্রহণের মাধ্যমে রক্তের গ্লুকোজ কমানোসহ হাইপোগ্লোসিমিয়ার সম্ভাবনা কমিয়ে দেয়।

সাধারণ ইনসুলিনের চেয়ে আধুনিক এ ইনসুলিন ডায়বেটিস রোগির জীবনযাত্রার মান উন্নত ও সহজ করে তুলবে।

তিনি আরও জানান, বর্তমানে ডায়াবেটিক রোগিরা ব্যাসেল-বোলাস পদ্ধতিতে ইনসুলিন গ্রহণ করে থাকে। এ পদ্ধতিতে দিনে চারবার পর্যন্ত ইনজেকশন নিতে হয়।

যা খুবই অস্বস্তিকর ও অসুবিধার। নতুন এ ইনসুলিন নিরাপদ ও সহজ পদ্ধতিতে দিনে দু’বার ইনজেকশন নিলেই চলবে।

রাজন জানান, ডায়াবেটিক রোগি ও চিকিৎসকদের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বখ্যাত এ কোম্পানি সর্বদা নতুন ঔষধ তৈরি এবং বাজারজাত করে আসছে।

রোগিদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সবচেয়ে উদ্ভাবনী ঔষধ তৈরি করে নভো নরডিস্ক ৯০ বছরেরও বেশি সময় ধরে ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই-এ নেতৃত্ব দিচ্ছে।

বিশ্বমানের ইসনুলিন সরবরাহ করে আমরা ৫০ বছরেরও বেশি সময় যাবত বাংলাদেশের ডায়াবেটিক রোগিদের সেবা দিয়ে যাচ্ছি বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
আরইউ/কেজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।