ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

স্বাস্থ্য

দায়িত্ব অবহেলায় ৯ চিকিৎসকের বেতন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
দায়িত্ব অবহেলায় ৯ চিকিৎসকের বেতন বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: দায়িত্বে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নয় চিকৎসকের বেতন-ভাতা বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে জেলা সিভিল সার্র্জন ডা. এ কে এম মোজাহার হোসেন এই আদেশ দেন।

এছাড়া ওই চিকিৎসকদের কারণ দর্শানোর নোটিশও জারি করেন তিনি।

অভিযুক্ত চিকিৎসকরা হলেন, মহাদেবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনম আখতারুজ্জামান, চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, মিজানুর রহমান, মাসুদ রানা, বাপ্পি কুমার বিশ্বাস, ওয়াসেক ফয়সাল, সহকারী সার্জন সিনাঈ ইশাকা, সহকারী ডেন্টাল সার্জন তৌহিদুর রহমান ও জেসমিন নাহান।

জেলা সিভিল সার্জন ডা. এ কে এম মোজাহার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জেলার বিভিন্ন চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ অভিযান শুরু হয়েছে।

জেলার বিভিন্ন সরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।