সিলেট: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ঢাকার সহযোগিতায় অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) নগরীর ধোপাদিঘীর বিনোদনী নগর মাতৃসদন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আগামী ২৫ এপ্রিল সারা দেশের ধারাবাহিকতায় সিলেটেও শিশুদেরকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। এদিন নগরীর ২শ’ ১০টি স্থায়ী-অস্থায়ী ও ভ্রাম্যমান কেন্দ্রে ছয় থেকে ১১ মাস বয়সী প্রত্যেক শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এবার সিলেট সিটি করপোরেশন এলাকায় ৬০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ২শ’ ৭০ জন প্রতিবন্ধী শিশুও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এনইউ/এসএস/