ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

নোয়াখালীতে পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
নোয়াখালীতে পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীতে পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পরিকল্পিত পরিবার গঠন, গর্ভকালীন, প্রসবকালীন, প্রসবের পরে পরিচর্যা, নবজাতকের যত্নের বিষয়ে সাংবাদিকদের অংশগ্রহণে নোয়াখালীতে এ অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়।



সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী জেলা শহর মাইজদীর বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

পরিবার পরিকল্পনা অধিদফতরের জেলা উপ-পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা সিভিল সার্জন ডা. দেলোয়ার হোসেন।

পরিবার পরিকল্পনা অধিদফতরের (ঢাকা) প্রোগ্রাম কর্মকর্তা আনোয়ার হোসেন কর্মশালাটি পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।