ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

না’গঞ্জে দুটি ব্লাডব্যাংককে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
না’গঞ্জে দুটি ব্লাডব্যাংককে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ নগরীর দুটি ব্লাডব্যাংকে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ব্লাডব্যাংক দুটি হলো নগরীর খানপুরের সিটি ব্লাড ব্যাংক এবং বাংলাদেশ ব্লাড ব্যাংক।



এ সময় সাধারণ ফ্রিজে রক্ত সংরক্ষণের অভিযোগে এক ব্লাডব্যাংক কর্মচারীকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা বেগম বাংলানিউজকে জানান, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনার অভিযোগে নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন ২০০২ এর ২৪ ধারা অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।