ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

নীলফামারীতে তামাকমুক্ত দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ৩১, ২০১৫
নীলফামারীতে তামাকমুক্ত দিবস উদযাপন ছবি: প্রতীকী

নীলফামারী: তামাকমুক্ত দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা করেছে স্বাস্থ্য বিভাগ।

রোববার (৩১ মে) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক।


 
সিভিল সার্জন ডা. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নীলফামারী সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল, স্যানিটেশন কর্মকর্তা মিজানুর রহমান এবং ডেভেলপমেন্ট কাউন্সিলর প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।

জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভার আগে বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেলা পর্যায়ের এ কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগ, নার্সিং ইন্সটিটিউট ও বিভিন্ন এনজিও কর্মীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।