ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

শরীয়তপুরে তামাকমুক্ত দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মে ৩১, ২০১৫
শরীয়তপুরে তামাকমুক্ত দিবস পালিত

শরীয়তপুর: ‘তামাকজাত পণ্যের অবৈধ ব্যবহার বন্ধ কর’ -এ বিষয়কে সামনে রেখে শরীয়তপুরে তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রোববার (৩১ মে) সকাল ১০টার দিকে জেলা সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে, সিভিল সার্জন কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মসিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক রাম চন্দ্র দাস।

সভায় অন্যান্যের মধ্যে- সহকারী পুলিশ সুপার (সদর) গোলাম রব্বানী, শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডা. নির্মল চন্দ্র দাস, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৈয়দা শাহিনুর নাজিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এএটি/এমজেড   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।