ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ’র প্রক্টর ও চার সহকারী প্রক্টর নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
বিএসএমএমইউ’র প্রক্টর ও চার সহকারী প্রক্টর নিয়োগ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন প্রক্টর ও চার সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।
 
সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান এ নিয়োগ দেন।

একই দিন রেজিস্ট্রার ডা. আসাদুল ইসলাম এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছেন।
 
প্রক্টর নিয়োগ পেয়েছেন ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও রেনাল ট্রান্সপ্ল্যান্ট ডিভিশনের প্রধান ডা. হাবিবুর রহমান। এছাড়াও সহকারী প্রক্টর হিসেবে কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু তাহের, নিউরোরজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহসান হাবিব ও নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

একই দিন সকালে নিয়োগপ্রাপ্ত প্রক্টর ও সহকারী প্রক্টররা ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এসইউজে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।