ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

মোবাইল ফোনে অর্থোপেডিক সেবার তথ্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, জুন ১৮, ২০১৫
মোবাইল ফোনে অর্থোপেডিক সেবার তথ্য ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের সাধারণ মানুষকে মোবাইল ফোনে অর্থোপেডিক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সম্পর্কে সার্বিক তথ্য দেবে এ্যাপোলো হাসপাতাল চেন্নাই’র বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। যৌথভাবে এ সেবার ব্যবস্থা করছে এ্যাপোলো হাসতাপাল চেন্নাই ও ক্যানযাপ কন্সালটেশন।


 
বৃহস্পতিবার (১৮ জুন’২০১৫) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার (১৯ জুন) বিকাল ৩টা থেকে ইফতারির আগ পর্যন্ত এ বিষয়ে হোটেল সোনারগাঁওয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। মোবাইল ফোনে অর্থোপেডিক রোগীদের সেবা দেওয়ার উদ্দেশে এ্যাপোলো অর্থো হেলপ লাইন চালু করা হবে। এই হেলফ লাইনের মাধ্যমে রোগীরা কি ধরনের সমস্যায় আছেন, কিভাবে চিকিৎসা পেতে পারেন তার তথ্যসহ সকল তথ্য সরবরাহ করা হবে।
 
এরপর রোগীরা তাদের ইচ্ছা মাফিক বাংলাদেশে, ভারতে অথবা অন্য যে কোন দেশে চিকিৎসা নিতে পারবেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাপোলো হাসপাতাল চেন্নাই’র চিকিৎসক জিতু জোশ, ক্যানযাপ‘র চিফ টেকনিক্যাল অফিসার শফিক, মাইন্ডশেয়ার গ্লোবাল কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ সুরাইয়া হাওলাদার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এএসএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।