ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, অটিজম আক্রান্ত শিশুরা সমাজে এখন আর অবেলিত নয়। সমাজে এখন তাদের আলাদাভাবে সম্মান দেওয়া হচ্ছে।
শনিবার (২৭ জুন) সকালে বিশ্ববিদ্যায়ের শহীদ ডা. মিলন হলে অটিজম আক্রান্ত শিশুদের অভিভাবক ও স্কুল শিক্ষকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইনস্টিটিউট অব প্যাটিয়াট্রিক নিউরো-ডিসঅর্ডার অ্যান্ড অটিজম ইন বিএসএমএমইউ (ইপনা) এর উদ্যোগে তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
ডা. কামরুল হাসান খান বলেন, যথাযথ চিকিৎসা দেওয়ার কারণে অটিজম শিশুদের অনেকে মেইনস্ট্রিমেও চলে আসছে। এসব শিশুরা তাদের লুকায়িত প্রতিভার বিকাশ ঘটিয়ে সমাজের উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইপনা’র পরিচালক অধ্যাপক ডা. শাহীন আকতার।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এমএন/এমএ