ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

রমেক হাসপাতালের এমআরআই-সিটি স্ক্যান বিকল, বিপাকে রোগীরা

সাজ্জাদ বাপ্পী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
রমেক হাসপাতালের এমআরআই-সিটি স্ক্যান বিকল, বিপাকে রোগীরা

রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজনীয় বেশ কিছু যন্ত্রপাতি নষ্ট হওয়ার কারণে বিপাকে পড়েছেন হাজার হাজার রোগী।

রংপুর বিভাগের আট জেলা ছাড়াও আশপাশের জেলার অসংখ্য রোগী প্রতিদিন চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে।

কিন্তু রোগ নির্ণয়ের যন্ত্রপাতিগুলো নষ্ট থাকার কারণে রোগীরা বঞ্চিত হচ্ছেন কাঙ্ক্ষিত সেবা থেকে।

গত ৬ মাস ধরে নষ্ট হয়ে পড়ে আছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি এমআরআই মেশিন। অপর মেশিনটিও নষ্ট দেড়মাস ধরে।

অথচ এই এমআরআই মেশিন দু’টি থেকে প্রতিদিন কমপক্ষে থেকে ৪০ জন রোগী চিকিৎসা সেবা নিতে পারতেন।

হাসপাতালে একজন রোগীর এমআরআই করতে খরচ পড়ে ৩ হাজার টাকা। আর বেসরকারি ক্লিনিকে রোগীদের এমআরআই করতে খরচ পড়ে ৭ থেকে ৮ হাজার টাকা।
এমআরআই মেশিন ছাড়াও অচল হয়ে পড়ে আছে দু’টি স্ক্যান মেশিন। এর মধ্যে একটি ৫ বছর ধরে অপরটি দুই মাস ধরে।

রমেক হাসপাতালে সিটি স্ক্যান করতে একজন রোগীর প্রয়োজন হয় ২ থেকে ৪ হাজার টাকা। বাইরে থেকে করতে খরচ হয় এর দ্বিগুণ।

কবে নাগাদ এমআরআই ও সিটি স্ক্যান মেশিনগুলো ভাল হবে তা হাসপাতালের কোন কর্মকর্তাই বলতে পারছেন না। এমআরআই ও সিটি স্ক্যান মেশিন ভালো করার জন্য অসংখ্যবার স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হলেও আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। কী কারণে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা বলতে পারছে না কেউই।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দিনাজপুরের কাহারোল উপজেলা সদরের রোগী রেশমা আফরিন জানান, এমআরআই মেশিন নষ্ট থাকার কারণে তাকে ৮ হাজার টাকা দিয়ে বাইরে থেকে এমআরআই করতে হয়েছে।

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি তারিক জানান, ৫ হাজার টাকা দিয়ে তাকে বাইরে থেকে সিটি স্ক্যান করতে হয়েছে।

মেশিনগুলো নষ্ট থাকার কারণে এই অঞ্চলের শত শত গরীব রোগী চিকিৎসা সেবা না পেয়েই ফিরে যাচ্ছেন।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক বিমল কুমার বর্মণ জানান, এমআরআই ও সিটি স্ক্যান মেশিন দু’টো ভাল করার জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কবে নাগাদ এগুলো ভাল হবে তা কেউই বলতে পারছে না।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।