ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

বেতন বাড়ানোর দাবিতে আইসিডিডিআরবিতে কর্মবিরতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
বেতন বাড়ানোর দাবিতে আইসিডিডিআরবিতে কর্মবিরতি

ঢাকা: বেতন-ভাতা বাড়ানোর দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ’র (আইসিডিডিআরবি) কর্মকর্তারা।

রোববার (২৮ জুন) সকাল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবি’র অফিস প্রাঙ্গণে সংস্থাটির কর্মকর্তারা অবস্থান নেন।



কর্মসূচিতে আন্দোলনকারীরা বেতন বাড়ানোসহ সাতদফা দাবি জানান।

এসময় আইসিডিডিআরবি’র অর্ডিনেন্স ১৯৭৮ অনুযায়ী ইউএন স্কেলে বেতন বাড়ানোর দাবি জানান কর্মকর্তারা। এছাড়াও সব কর্মকর্তাদের জন্য ভর্তুকি ও অন্যান্য সুবিধা দেওয়ার দাবি জানানো হয়।

এছাড়া নির্বাহী পরিচালক হিসেবে চিফ অপারেটিং অফিসার ও অবৈজ্ঞানিক সব আর্ন্তজাতিক পদ বিলুপ্ত করা এবং এসব পদের বিপরীতে জাতীয় বেতন কাঠামো অনুযায়ী নতুন পদ সৃষ্টি করার দাবি জানান তারা।

অবসরের বয়সসীমা ৬৫-তে উন্নীত করা ও আইসিডিডিআরবি থেকে বেসরকারি সংস্থা ব্রাক অফিসের অপসারণের দাবিও জানান কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।