ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

পাবনায় মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
পাবনায় মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: অকৃতকার্য শিক্ষার্থীকে পরবর্তী বর্ষে ক্লাস ও ওয়ার্ডে কাজের সুযোগ (ক্যারিঅন) পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (০১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এ মানববন্ধন হয়।



এতে বক্তব্য রাখেন, শিক্ষার্থী আবু তোরাব মীম, মাহফুজ নয়ন, জাহিদ হাসান শুভ, নওশীম ফেরদৌসী সরকার, অন্বেষা পাল, গুল মোহাম্মদ সাব্বির, এস এম হাসানুজ্জামান, মাসুফা ইয়াসমিন মিশু ও জাহিদ হাসান দিগন্ত প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, নতুন পদ্ধতিতে প্রতি বছর সারাদেশে মেডিকেল কলেজগুলোতে প্রায় দুই হাজার শিক্ষানবিশ চিকিৎসক সংকট দেখা দেবে। সময়মতো বিএসএস  পরীক্ষায় অংশ নিতে না পারায় এর নেতিবাচক প্রভাব পড়বে চিকিৎসা খাতে। এছাড়া মেডিকেল কলেজের ছাত্রাবাসে আবাসন সংকট দেখা দেবে এবং সরকারের রাজস্ব ব্যয় বাড়বে।

তাই অবিলম্বে ক্যারিঅন পদ্ধতি পুনর্বহালের জন্য এমবিবিএস কারিকুলাম প্রণেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।