রংপুর: ‘ক্যারি অন’ চালু রাখার দাবিতে রংপুরে সরকারি ও বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শনিবার (১ আগস্ট) দুপুরে স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে।
এতে রংপুর মেডিকেল কলেজ, বে-সরকারি প্রাইম মেডিকেল কলেজ, নর্দান মেডিকেল কলেজ ও কমউনিটি মেডিকেল কলেজের শত শত শিক্ষার্থী অংশ নেয়।
দুপুর ১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কর্মসূচিতে বক্তৃতা করেন, রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি শহিদুজ্জামান শহিদ, শিক্ষার্থী মাসকাতুর রহমান খান তুর্য্য, কাজি জাকির হোসেন রাফি, ইসতিয়াক আনাম নোবেল, মোজাজ্জেদুল হক সোহাগ, রুহুল আমিন রাসেল, নীহারাঞ্জন চৌধুরী, শরিফুল ইসলাম বাবুল, মোস্তাক, আতিক প্রমুখ।
বক্তারা বলেন, ক্যারি অন সিস্টেম চালু না থাকলে শিক্ষার্থীরা পেশাগত পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষাবর্ষ থেকে ছয় মাস পিছিয়ে যাবে। ফলে ঝরে পড়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘন্টা, আগষ্ট ১, ২০১৫
কেএইচ/