ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

স্বাস্থ্য

‘ক্যারি অন’ চালু রাখার দাবিতে রংপুরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
‘ক্যারি অন’ চালু রাখার দাবিতে রংপুরে মানববন্ধন ছবি: প্রতীকী

রংপুর: ‘ক্যারি অন’ চালু  রাখার দাবিতে রংপুরে সরকারি ও বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শনিবার (১ আগস্ট) দুপুরে স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে।

এতে রংপুর মেডিকেল কলেজ, বে-সরকারি প্রাইম মেডিকেল কলেজ, নর্দান মেডিকেল কলেজ ও কমউনিটি মেডিকেল কলেজের শত শত শিক্ষার্থী অংশ নেয়।



দুপুর ১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ কর্মসূচিতে বক্তৃতা করেন, রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি শহিদুজ্জামান শহিদ, শিক্ষার্থী মাসকাতুর রহমান খান তুর্য্য, কাজি জাকির হোসেন রাফি, ইসতিয়াক আনাম নোবেল, মোজাজ্জেদুল হক সোহাগ, রুহুল আমিন রাসেল, নীহারাঞ্জন চৌধুরী, শরিফুল ইসলাম বাবুল, মোস্তাক, আতিক প্রমুখ।

বক্তারা বলেন, ক্যারি অন সিস্টেম চালু না থাকলে শিক্ষার্থীরা পেশাগত পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষাবর্ষ থেকে ছয় মাস পিছিয়ে যাবে। ফলে ঝরে পড়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫  ঘন্টা, আগষ্ট ১, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।