রাজশাহী: ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের কারণে পাবলিক প্লেস বা গণপরিবহনে তামাক পণ্যের অবাধ ব্যবহারে শুধু তামাকসেবী নয়, অধূমপায়ীরাও স্বাস্থ্যের ক্ষতির শিকার হচ্ছেন।
আর পরোক্ষ এ ধূমপানে স্বাস্থ্যের ক্ষতি দিন দিন বাড়ছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে উন্নয়ন ও মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট’র (এসিডি) হল রুমে তামাকবিরোধী মিডিয়া জোট আত্মা’র আঞ্চলিক সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় এখনই সব ধরনের তামাক পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি। আইন ভেঙে তামাক কোম্পানির তামাক পণ্যের বিক্রয়স্থলে সিগারেটের প্যাকেট সাজিয়ে বিজ্ঞাপন প্রদর্শন ঠিক নয়।
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পাবলিক প্লেস বা পাবলিক পরিবহনে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বানও জানান তারা।
আত্মা’র সদস্য ও এসএ টিভির নওগাঁ জেলা প্রতিনিধি মামুনুর রশীদ বাবুর সভাপতিত্ব সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আত্মার কেন্দ্রীয় আহ্বায়ক বিডিনিউজটোয়েন্টিফোর.কমের চিফ ক্রাইম করেসপন্ডেন্ট লিটন হায়দার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-আত্মার কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার ড. আইনুল হক, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট শরীফ সুমন, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য, দৈনিক করতোয়া পত্রিকার গোদাগাড়ী প্রতিনিধি আলমগীর কবির তোতা প্রমুখ।
এছাড়া, সভার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন- ‘প্রজ্ঞা’ নামে একটি সংগঠনের টিম এক্সপার্ট মনোয়ার হোসেন। সভাটি সঞ্চালনা করেন আঞ্চলিক সচিবালয় এসিডি’র প্রকল্প সমন্বয়কারী এহসানুল আমিন ইমন।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এসএস/টিআই