ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ক্ষীণদৃষ্টিতে ভুগছে শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
ক্ষীণদৃষ্টিতে ভুগছে শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্ষীণদৃষ্টিতে ভুগছে গুলশানের কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।



সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং চোখের ছানি অপারেশন(লেন্সসহ) কার্যক্রমটি শনিবার(৮ আগস্ট’২০১৫) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ কার্যক্রমে আরো সহযোগিতা করছে ভিশন কেয়ার ফাউন্ডেশন।

দুপুর ১২ টা পর্যন্ত প্রায় দেড়শ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এখানে তাদের চক্ষু পরীক্ষা করেন।

কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী চৈতী জানান, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন তিনি। এখানে পরীক্ষা করে দেখা যায়, দূরের বস্তু দেখতে সমস্যা হচ্ছে তার। চিকিৎসক চশমা নেয়ার পরামর্শ দিয়েছেন।

নবম শ্রেণির মুক্তার মাথা ব্যাথা করতো মাঝে মাঝে। এখানে চিকিৎসক কিছু ওষুধ দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন আরও পরীক্ষার জন্যে বসুন্ধরা আই হসপিটালে যাওয়ার।

দেশের দুঃস্থ মানুষের জন্যে বিশ্বমানের চক্ষু চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে বসুন্ধরা আই হসপিটাল।

হাসপাতালের আই অ্যান্ড কনটাক্ট লেন্স স্পেশালিস্ট অ্যান্ড সার্জন এম এ খালেক বলেন, শিক্ষার্থীরা ক্ষীন দৃষ্টিতে ভুগছে। আমরা প্রাথমিক সেবা দিচ্ছি। প্রয়োজনে হাসপাতালে রেফার করছি।

এর আগে সকালে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বসুন্ধরা আই কেয়ার ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদ। তিনি বলেন, প্রয়োজনে শিক্ষার্থীদের হাসপাতালে গিয়ে সেবা নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। সেখানেও বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে।

বাংলাদেশ সময় ১৩৩১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এমএন/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।