ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ’র বহির্বিভাগে প্রথম ডে-কেয়ার ওটি

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
বিএসএমএমইউ’র বহির্বিভাগে প্রথম ডে-কেয়ার ওটি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রোগীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়  (বিএসএমএমইউ) হাসপাতালে প্রথমবারের মতো ডে কেয়ার অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বহির্বিভাগে ডে কেয়ার ওটির কার্যক্রম উদ্বোধন করেন।



বহির্বিভাগ-২ নম্বর ভবনের ৫ম তলায় এ কার্যক্রমের আওতায় জেনারেল সার্জারি, চক্ষু বিজ্ঞান, নাক-কান-গলা, ইউরোলজি, শিশু সার্জারি এওবং ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগের রোগীরা আধুনিক ও উন্নত চিকিৎসা তাৎক্ষণিকভাবে পাবেন।

উদ্বোধনকালে তিনি বলেন, বহির্বিভাগে প্রথমবারের মতো চালু হওয়া ওটিগুলো অত্যন্ত উন্নতমানের ও চিকিৎসার আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত। এগুলো চালু হওয়ার মধ্য দিয়ে বহির্বিভাগ পূর্ণতা পেলো।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, রোগীদের সুবিধার্থে বহির্বিভাগে চক্ষু, জেনারেল সার্জারি, নাক-কান-গলাসহ বেশ ক’টি বিভাগের অপারেশন থিয়েটার চালু করা হলো। এর ফলে সংশ্লিষ্ট রোগীদের অনেক ছোট ছোট সমস্যা নিয়ে দিনের পর দিন অপেক্ষা করতে হবে না, তাৎক্ষণিকভাবেই সার্জারি করা সম্ভব হবে। এতে একদিকে যেমন রোগীদের দুর্ভোগ কমবে, অন্যদিকে আর্থিকভাবেও রোগীরা লাভবান হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, চক্ষু বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাজিদ হাসান, শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. মোঃ রুহুল আমিন, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. এনায়েত করিম, অ্যানেসথেশিয়া এনালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বনিক, নাক-কান-গলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার, প্রধান প্রকৌশলী শ্রীকান্ত রায়, সার্জারি বিভাগের আরএস ডা. আরিফ সালাম খান প্রমুখ।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।