ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে

রাজশাহী: মাসিকভাতা ন্যূনতম ২৫ হাজার করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

তবে একটার পর থেকে কর্মসূচি শেষ করে কাজে যোগদান করবেন তারা।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, ভাতা বৃদ্ধির দাবিতে দুই শতাধিক ইন্টার্ন চিকিৎসক সকাল সাড়ে ১০টায় একযোগে হাসপাতালের ওয়ার্ড থেকে বেরিয়ে আসন। এরপর তারা হাসাপালের প্রধান ফটকের কাছে সমবেত হয়ে কর্মবিরতি পালন শুরু করেন।

কর্মবিরতি চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপত্বি করেন ইন্টার্ন চিকিৎসক নেতা আলামিন হোসেন। এতে আরও বক্তব্য দেন- ইন্টার্ন চিকিৎসক শহিদুল, সজীব, অনিক, রুমি, লিজা, সুরভী, মতিনসহ আরও অনেকে।

এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলার কারণে সকাল থেকে রামেক হাসপতালে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।