বগুড়া: মাসিকভাতা ন্যূনতম ২৫ হাজার করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন।
রোববার (৩০আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত একটানা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করছেন।
শজিমেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে এ কর্মসূচিতে প্রায় ১৪০জন ইন্টার্ন চিকিৎসক অংশ নিয়েছেন।
এ সময় চিকিৎসক পরিষদের সভাপতি আবুল খায়ের মিরাজ, সিনিয়র সহ-সভাপতি অমিত পাল, সাধারণ সম্পাদক আদিল ইফতেখার, ইমতিয়াজ মাহমুদ কামালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
আবুল খায়ের মিরাজ বাংলানিউজকে জানান, আজ (রোববার, ৩০আগস্ট) কর্মসূচি পালনের পরও যদি সংশ্লিষ্টরা তাদের দাবি দাওয়া মেনে না নেন তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করা হবে। প্রয়োজনে দাবি আদায়ে ইন্টার্ন চিকিৎসকরা লাগাতার অবস্থান ধর্মঘটে যাবে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এমবিএইচ/আরএম