ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরগুনায় 'পুলিশ লাইভ ব্লাড ব্যাংক'

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বরগুনায় 'পুলিশ লাইভ ব্লাড ব্যাংক' ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: 'আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একজন মুমূর্ষু রোগীর জীবন' স্লোগানকে সামনে রেখে বরগুনায় পুলিশ লাইভ ব্লাড ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। পুলিশ বিভাগের ৬৩১ জন সদস্যের তালিকা নিয়ে যাত্রা শুরু করলো এ ব্লাড ব্যাংক।



মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে বরগুনা জেলা পুলিশের সম্মেলন কক্ষে ব্লাড ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. রুস্তম আলী, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি হাসানুর রহমান ঝন্টুসহ পুলিশ ও গণমাধ্যম কর্মীরা।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বিজয় বসাক পিপিএ বলেন, পুলিশ বিভাগের ৬৩১ জন সদস্যদের নিয়ে রক্তের গ্রুপের তালিকা করা হয়েছে। জরুরি প্রয়োজনে এ ব্লাড ব্যাংকের প্রত্যেক সদস্য রক্তদানের জন্য প্রস্তুত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।