ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ল্যাবএইড-যমুনা টিভি কর্পোরেট চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
ল্যাবএইড-যমুনা টিভি কর্পোরেট চুক্তি স্বাক্ষর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ল্যাবএইড গ্রুপ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির মাঝে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ল্যাবএইড গ্রুপের হেড অব কর্পোরেট সার্ভিসেস সাইফুর রহমান লেনিন এবং যমুনা টিভির হেড অব এইচআর ও অ্যাডমিন মাহবুবর রহমান ভুঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিপত্রে স্বাক্ষর করেন।



গত মঙ্গলবার (১৩ অক্টোবর) চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির ফলে যমুনা টিভির কর্মীরা ছাড়কৃত মূল্যে ল্যাবএইডের বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ল্যাবএইডের কর্পোরেট সার্ভিসেসের অ্যাসিসটেন্ট ম্যানেজার জাহিদুর রহমান সোহাগ, যমুনা টিভির হেড অব নিউজ জাকারিয়া কাজল, হেড অব সেলস্ অ্যান্ড মার্কেটিং মাহবুব রহিম উদয়সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।