ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

নর্থ সাউথ হাসপাতালে ফ্রি ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, অক্টোবর ২৫, ২০১৫
নর্থ সাউথ হাসপাতালে ফ্রি ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম

ঢাকা: সামর্থ্যের মধ্যে মানসম্মত চিকিৎসা সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে নতুন আঙ্গিকে কাজ শুরু করেছে রাজধানীর নর্থ সাউথ হাসপাতাল।

এরই অংশ হিসেবে আগামী সোম, মঙ্গলবার ও বুধবার (২৬, ২৭ ও ২৮ অক্টোবর) ফ্রি ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করছে হাসপাতালটি।

এ তিন দিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রোগ্রামে অংশ নিতে পারবেন রোগীরা।

সোমবার বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে হাসপাতালের মিলনায়তনে এ স্ক্রিনিং প্রোগ্রামের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন নর্থ সাউথ হাসপাতালের প্রধান উপদেষ্টা সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী।

এরপর এ উপলক্ষে ‘ভয় নয় ক্যান্সার জয়’ শীর্ষক এক আলোচনা সভারও আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি থাকবেন হাসপাতালের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী।

সভায় মূল প্রবন্ধ পাঠ করবেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. জিল্লুর রহমান। সভাপতিত্ব করবেন নর্থ সাউথ হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।