নাটোর: সবার জন্য চক্ষু সেবা-এ প্রতিপাদ্য নিয়ে সোমবার (২৬ অক্টোবর) নাটোরে বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে নাটোর সদর হাসপাতালে শহীদ নুরুল হক মিলনায়তনে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
‘সাইট সেভার্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত চক্ষু ক্যাম্পে অন্যান্যের মধ্যে আলোচক ছিলেন সদর হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. নাইমুল হক, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলাল হোসেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ, সাইট সেভার্সের মনিটরিং অফিসার কামরুল হাসান প্রমুখ।
মনিটরিং অফিসার কামরুল হাসান জানান, নাটোর সদর হাসপাতালে বছরে ৬শ’ চক্ষু রোগীর চোখের চিকিৎসা দেওয়া হয়। রোগীদের মধ্যে ‘সাইট সেভার্স দুস্থ ও গরীব চক্ষু রোগীর চিকিৎসা সহায়তা দিয়ে থাকে। এসব রোগীর চোখের লেন্সও বিনামূল্যে সরবরাহ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএ